ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। এর আগে মোশন পোস্টার প্রকাশিত হয়। সম্প্রতি প্রকাশিত হয় ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার। এতে ছবির মধ্যে শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান। এদিকে ‘বরবাদ’ টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি টিজার দেখে উচ্ছ্বসিত, জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়াও। বুবলী তাঁর বক্তব্যে বলেন, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর যাবৎ কাজ করছেন। তাঁর বরবাদ ছবির টিজার বের হয়েছে। দেখলাম, সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভ কামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভ কামনা।’