ভাস্কর নভেরা আহমেদ। যার নাম জড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রণেতা হিসেবে। সেই ভাস্কর চিত্রশিল্পী এবং শহীদ মিনারের নকশাকার নভেরা আহমেদের ব্যক্তি জীবন ও তাঁর শিল্পকর্মের কথা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রে তুলে ধরেছেন নির্মাতা অনন্যা রুমা। যেটির নাম- ‘নভেরা : স্মৃতির অভিযাত্রা’। আজ দৃকে বিকালে নভেরার এ ফিল্মটির প্রদর্শনী রয়েছে।