শ্রুতি হাসান। বাবা প্রখ্যাত অভিনেতা কমল হাসান, মা অভিনেত্রী সারিকা। তাই চলচ্চিত্র জগতে পা রাখা খুব একটা কঠিন ছিল না তাঁর জন্য। আপাতত অভিনয়েই থিতু হয়েছেন। এ মুহূর্তে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তিনি প্রথম সারির নায়িকাদের একজন। চলতি বছর এ অভিনেত্রী হাজির হচ্ছেন তিন সিনেমা নিয়ে। দক্ষিণের তিন মহাতারকার সঙ্গে এ বছর পর্দায় দেখা যাবে শ্রুতি হাসানকে। রজনীকান্ত, প্রভাস ও থালাপতি বিজয়। তিন মেগাস্টারের সঙ্গে বছরজুড়ে পর্দা মাতাবেন শ্রুতি। বলতে গেলে বছরটা হতে যাচ্ছে শ্রুতিময়। সেই সঙ্গে বক্স অফিসেও থাকছে শ্রুতির দাপট। কারণ এ তিনটি সিনেমাই এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত। আসছে ১২ এপ্রিল ভারতজুড়ে মুক্তি পাবে শ্রুতি অভিনীত ‘কুলি’। এ সিনেমায় শ্রুতি অভিনয় করেছেন রজনীকান্তের সঙ্গে। লোকেশ কানাগরাজ পরিচালিত এ চলচ্চিত্রটির অন্যতম মূল চরিত্র তিনি। এরপর মুক্তি পাচ্ছে ‘সালার পার্ট-২’। দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রভাস ও শ্রুতির অভিনীত ‘সালার পার্ট-২’। এটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছর ১৪ নভেম্বর। এরপর মুক্তি পাবে ‘জননায়ক’। এ সিনেমায় তাঁর নায়ক বিজয় থালাপতি।