ভিন্ন ধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য রোভার’-এর অভিষেক অ্যালবাম ‘সমধর্মিতা’। সাতটি গান নিয়ে নতুন এ ব্যান্ডের অ্যালবাম। ব্যান্ডের বেজ গিটারিস্ট ও ভোকাল জাফরী অ্যালবাম প্রকাশের সিদ্ধান্তকে এ সময়ে ‘দুঃসাহস’ মনে করছেন। তিনি বলেন, ‘আমরা মোটেও দুঃসাহস মনে করছি না। আর্টে মানুষের বলার ভঙ্গিমা একেকজনের একেকরকম থাকে। কেউ হয়তো কবিতা, কেউবা উপন্যাস লিখে সেটা প্রকাশ করে। আমাদের বলার ভঙ্গিমা যেহেতু গান এবং সেটা একটা অ্যালবাম আকারে প্রকাশের পরিকল্পনাই ছিল। জাফরী জানান, প্রথম অ্যালবামের উদ্যোগ নিলেও তাদের যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ব্যান্ডের সদস্য সংখ্যা তিনজন। জাফরী ছাড়াও ব্যান্ডে গিটার ও ভোকালে আছেন রাতুল এবং ড্রামসে তুনান।