টানা সাত বছরের অপেক্ষার পর জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দি এক্স ফাইলস’-এর ১২তম সিজন আসছে। আবারও মুল্ডার এবং স্কুলি সিরিজটির ১২তম সিজনে এক হচ্ছেন। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ফক্স এবং হুলুতে প্রিমিয়ার হবে সিরিজটির। এ সিজনে পর্ব থাকবে ১০টি।
১২তম সিজনে বিশ্বব্যাপী ভাইরাল হওয়া একটি ঘটনা এবং মানবতার জন্য হুমকিস্বরূপ ষড়যন্ত্রের তদন্ত করবেন এফবিআই এজেন্ট মুল্ডার ও স্কুলি। তারা সবচেয়ে অন্ধকার ভয়ের মুখোমুখি হবেন এবারের সিজনে। এ সিজনটি সাসপেন্স এবং ষড়যন্ত্রের জন্ম দেবে। মুল্ডার এবং স্কুলির ভূমিকায় ডেভিড ডুচভনি ও জিলিয়ান অ্যান্ডারসন। বলা প্রয়োজন, মুল্ডার ও স্কুলির ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছিল তাদের ভক্তরা। উল্লেখ্য, ‘দি এক্স ফাইলস’-এর শেষ সিজন (১১তম) সম্প্রচারিত হয়েছিল ২০১৮ সালে। এটি গোটা বিশ্বের প্রায় ৬ মিলিয়ন দর্শক দেখেছিল। এ টিভি সিরিজটি শুরু হয়েছিল ১৯৯৩ সালে। বিটিভির সুবাদে সিরিজটি এদেশেও জনপ্রিয় ছিল।