ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে তরুণদের মাঝে তুমুল আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটক দিয়ে দারুণ খ্যাতি অর্জন করেছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন সর্বদা। তবে সম্প্রতি একটি স্ট্যাটাস শেয়ার করেছেন পারসা ইভানা। সেখানে এ তারকা দর্শকদের উদ্দেশে বলেছেন, ‘যদি কখনো অভিনয় বন্ধ করে দেন তাহলে তার কোনো বিষয় মিস করবে?’ এরপর থেকেই অনেকের প্রশ্ন, তাহলে কি অভিনয় ছেড়ে দেবেন পারসা ইভানা? তাঁর কথায়, অভিনয় ছাড়ার বিষয়টা ঠিক না, একটু আবেগের বশে বলেছিলাম। আমার কাছে মনে হয় একজন অভিনেত্রী খুব কম সুযোগ-সুবিধা পায়। ভালো কাজের স্ক্রিপ্ট কম আসে আমার কাছে। যেহেতু আমার মা দেশের বাইরে থাকে, আম্মুরও ইচ্ছা আমি যাতে চলে যাই। কিন্তু আমি যাচ্ছি না, কারণ এ জায়গাটার প্রতি সফট কর্নার আছে।’