অমিতাভ রেজা চৌধুরীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। নভেরা রহমান ও মোমেনা চৌধুরী অভিনীত এ সিনেমাটি মুক্তি পাচ্ছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, সনি স্কয়ার ও চট্টগ্রামের বালি আর্কডে। এদিকে গতকাল প্রকাশ হয় চলচ্চিত্রটির প্রথম গান ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’। দেশের রিকশাচিত্র ও রিকশা শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলির নিদর্শন হিসেবে প্রকাশিত হয় এ গানটি। নভেরা বলেন, ‘চলচ্চিত্রটি একজন স্বপ্নবাজ তরুণী নাঈমার গল্প, যে জীবিকার তাগিদে ঢাকা শহরে রিকশাচালক হিসেবে কাজ করে এবং একসময় রিকশাচিত্র এঁকে সে তাঁর স্বপ্ন পূরণ করে।’ আরও অভিনয় করেছেন- চম্পা, নরেশ ভূঁঁইয়া, অ্যালেন শুভ্র, জাহাঙ্গীর আলম।