নিজের বক্তব্য যে এভাবে বুমেরাং হয়ে ফিরবে, বোধ হয় বুঝতেই পারেননি বলিউড অভিনেত্রী টাবু। সমাজমাধ্যমে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়তেই টনক নড়েছে তাঁর। বিরক্ত অভিনেত্রীর দাবি, তিনি যা বলেছিলেন সংবাদমাধ্যম সেটা বিকৃত করে পরিবেশন করেছে। যার জেরে ভুগতে হচ্ছে তাঁকে। এ ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমগুলোকে তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি। ২০২৪-এ তিনি ‘ক্রিউ’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবি প্রচারের সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল- টাবু বিয়েতে বিশ্বাসী? সংবাদমাধ্যমের দাবি, সেই সময় অভিনেত্রী নাকি বলেছিলেন, ‘বিয়েতে বিশ্বাসী নই। পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!’ টাবুর এ বক্তব্য হঠাৎই ভাইরাল। যার জেরে নাস্তানাবুদ তিনি। সমাজমাধ্যমে তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে।
এর আগে ২০১৯ সালে মার্চ মাসেই টাবুকে নোটিস পাঠিয়েছিল রাজস্থান হাই কোর্ট আদালত। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নোটিস পাঠানো হয় সাইফ, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রেদের। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা ঘিরে এ পদক্ষেপ আদালতের।