বাড়ি বিক্রি করে লাভবান হয়েছেন অমিতাভ বচ্চন। জানা গেছে, বিগবির বাড়িটি ৮৩ কোটি রুপিতে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি টাকারও বেশি। অমিতাভ মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় তাঁর ডুপ্লেক্স বাড়িটি বিক্রি করেছেন। বাড়িটির নাম ‘আটলান্টিস ভবন’। অ্যাপার্টমেন্টটি কার্পেট এরিয়া ৫ হাজার ১৮৫ বর্গফুট বিস্তৃত। বাড়িতে ছয়টি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। অমিতাভ বচ্চন ২০২১ সালের এপ্রিল মাসে ৩১ কোটিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন। বর্তমানে এটি ৮৩ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা আসল মূল্যের প্রায় ১৬৮ শতাংশ বেশি। মানে বড় অঙ্কের লাভ গুনেছেন তিনি। অমিতাভ বচ্চন ২০২১ সালের নভেম্বরে অভিনেত্রী কৃতি স্যাননকে এ বাড়িটি ভাড়া দিয়েছিলেন। প্রতি মাসে এ অ্যাপার্টমেন্ট ভাড়া হিসেবে কৃতিকে ১০ লাখ রুপি দিতে হতো। তা ছাড়া ৬০ লাখ রুপি জামানত হিসেবে দিতে হয়েছিল নায়িকাকে। বচ্চন পরিবার ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে শুধু রিয়েল এস্টেটে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছে।