সম্ভাবনাময়ী অভিনেত্রী শাহনাজ সুমি। নৃত্যশিল্পী হিসেবে মিডিয়া অঙ্গনে পদার্পণ করলেও একটি তেলের বিজ্ঞাপনের মডেল হয়ে সবার নজর কাড়েন। এরপর বেশ কিছু সিনেমাসহ করেছেন ওটিটির কাজ। তাঁর সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে লিখেছেন- পান্থ আফজাল
ওটিটিতে আপনার ‘অন্ধকারের গান’ রিলিজ পেল। কেমন সাড়া পেয়েছেন?
এর আগে সব কাজে ভালো সাড়া পেয়েছি। এটিও তার ব্যতিক্রম নয়। বিঞ্জেতে রিলিজ হয়েছে। কাজটি একটু অন্যরকম। ভিকি জাহেদ ভাইয়ের এ কাজটি সত্যিই অনেক স্পেশাল। তিনি খুব যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আমি মনে করি, দর্শক নিঃস্বার্থভাবে যে প্রতিক্রিয়া দেখায় সেটা সবসময়ই সুন্দর, সৎ ও পরিষ্কার। আশা করছি নতুন কাজটি সবাই দেখবে।
ভিন্ন একটি চরিত্রে রূপদান করেছেন, যেখানে আপনি একজন গার্মেন্টকর্মী...
হ্যাঁ, আমার চরিত্রের নাম শাপলা। সে গার্মেন্টসকর্মী। গল্পটি সুখের দিন ও অন্ধকার দিনের মিশ্রণে তৈরি। সেখান থেকে শাপলার জীবনের সুখ ও অন্ধকার দিক উঠে এসেছে, দর্শক সেটা দারুণভাবে অনুধাবন করতে পারবে।
এখানেও আপনার কো-আর্টিস্ট মোশাররফ করিম...
গোলাম সোহরাব দোদুলের আট পর্বের সিরিজ ‘মোবারকনামা’য় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মোশাররফ করিম ভাই। তিনি তখন যেভাবে সহযোগিতা করেছিলেন, এবারও দারুণ পেয়েছি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা সর্বদা খুবই সুন্দর। তিনি একটি ইনস্টিটিউট। অভিনয়শিল্পী হিসেবে উনি যতটা বহুরূপী মানুষ, হিসেবে ততটাই একরূপী। একজন মাটির মানুষ।
নতুন একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল...
এটির প্রি-প্রোডাকশনের কাজ এখনো চলছে। একটু সময় লাগছে। তবে একটা কথা বলতে পারি, ভালো একটি কাজ আসছে। আসলে আমি ভালো কিছুই দর্শককে দিতে চাই। তাই সময় নিয়ে কাজটি করি।
সিনেমায় কীভাবে আসা?
নাচের সুবাদেই অভিনয়ের আগ্রহ ছিল। আর আমার সাধনাটা অনেক আগে থেকেই শুরু। নাচ শেখার পেছনে সব থেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল বাংলাদেশি নায়িকারা, যারা নাচ থেকে এসেছেন। নায়িকা ছাড়া অনেক স্বনামধন্য অভিনেত্রী যেমন অপি আপা, শাবনূর ম্যামও ইন্সপারেশন আমার। ২০১৬ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন থ্রিতে সেরা দশে ছিলাম। সে বছরই প্রথমবার নাটকে অভিনয়ের সুযোগ পাই। সেটি সালাহউদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক ‘সোনার পাখি রুপার পাখি’তে। একটি ভালো সিনেমা করব সেই স্বপ্ন ছিল আগে থেকেই। হঠাৎ করে ২০১৯ সালের এপ্রিলে সিনেমার অডিশনের জন্য একটি কল আসে। জানানো হয়, গিয়াস উদ্দিন সেলিম তাঁর নতুন সিনেমায় শিল্পী বাছাইয়ের জন্য অডিশন নিচ্ছেন। তাঁর নাম শুনেই চলে গেলাম অডিশন দিতে। যাওয়ার পর তিনি কয়েক ধাপে অডিশন নিলেন। তারপর নির্বাচন করলেন ‘পাপ পূণ্য’ সিনেমার জন্য। চরিত্রের নাম সাথী।
ভাগ্য না পরিশ্রম, আপনি কোনটাতে বিশ্বাসী?
আমি মনে করি, পরিশ্রম ছাড়া কোনোকিছুই সম্ভব নয়। আমি কাজের জন্য অনেক বেশি পরিশ্রম করেছি এবং এখনো করছি। তাই সামনে যে কাজগুলো করতে চাই সেগুলোর জন্য নিজেকে তৈরি করছি পরিপূর্ণভাবে। ভাগ্য তো থাকতেই হবে, তবে ভাগ্যকে বাস্তবে আনার জন্য পরিশ্রম করতেই হবে। আমি সৌভাগ্যবতীর চেয়ে নিজেকে সুপরিশ্রমী বলতে বেশি পছন্দ করি।
প্রেম-বিয়ে নিয়ে ভাবছেন?
আমি এখনো অনেক ছোট। প্রেম করার সময় কই! চিত্রনাট্যের মতো প্রেম করার জন্য ভালো মনের মানুষ কম (হাসি)। এখন আসলে ক্যারিয়ার নিয়েই ভাবছি।