৬০ বছর পেরিয়েও এখনো আগের মতো রোমান্টিক বলিউড হিরো আমির খান। সম্প্রতি ছেলের অভিনীত সিনেমার ট্রেইলার উদ্বোধনীতে এসে প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করেন নায়ক। সেখানে প্রেম প্রসঙ্গে টেনে আনলেন নিজের দুই স্ত্রীর কথাও। সম্প্রতি জুনায়েদ খান এবং খুশি কাপুর অভিনীত ‘লাভিয়াপা’ ছবির ট্রেইলার প্রকাশ হয়েছে। সেই প্রদর্শনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। একদিকে যেমন আমিরের ছেলে জুনায়েদ একটি ভালোবাসার
গল্পের মাধ্যমে নিজেকে ডেবিউ করলেন, তেমনি বছরের পর বছর রোমান্টিক সিনেমায় অভিনয় করার পর প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন আমির খান। আমির খান বলেন, ‘আমি অনেক রোমান্টিক মানুষ। হয়তো এ কথাটি আপনার বোকা বোকা লাগবে। কিন্তু সত্যি আমি কতটা রোমান্টিক তা আপনি আমার দুই স্ত্রীর থেকে জেনে নিতে পারেন।