ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। নতুন বছরের শুরুতে এবারও জুটি বাঁধছেন তাঁরা; আনছেন নতুন নাটক। কথাসাহিত্যিক ও নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীবের নির্মাণে, ‘কাছাকাছি দুইজন’ নাটকে দেখা যাবে ইয়াশ-তটিনীকে। অবশ্য, মারুফের সঙ্গে ইয়াশের এটিই প্রথম কাজ নয়। এর আগে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটকে কাজ করেছেন ইয়াশ। ইয়াশ রোহান বলেছেন, ‘সজীব ভাইয়ের কাজ আমার সব সময় ভালো লাগে। কাছাকাছি দুইজন নাটকের গল্পটিও খুব সুন্দর। আশা করি, সবার পছন্দ হবে।’ তটিনী বলেন, ‘প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালো লেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তার সঙ্গে অভিনয় করতে। কাছাকাছি দুইজন নাটকটির গল্পটা সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে, আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’