কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। নব্বই দশক থেকে বর্তমান সময়ে কথা-সুরের সেতুবন্ধনে এ সুরের রাজপুত্রের রয়েছে অসামান্য ভূমিকা। সম্প্রতি ঢাকাই সিনেমায় তাঁর ‘ঈশ্বর’, ‘বরবাদ’ ও ‘মা’ গানটি সুপারডুপার হিটের তকমা পেয়েছে। এদিকে নতুন বছরে মুক্তি প্রতীক্ষিত ‘জংলি’ সিনেমায় তিনি মৌলিক চারটি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন। এ তারকার সঙ্গে কথোপকথনে- পান্থ আফজাল
একের পর এক হিট গানসহ ‘জংলি’র চারটি গানেরই সুর-সংগীতায়োজন করেছেন। এ প্রসঙ্গে কী বলবেন?
এক দিন সিয়াম আমার কাছে এলো। বলল, প্রিন্স মাহমুদের সুরে হবে ‘জংলি’ সিনেমার সব গান। ‘অ্যা প্রিন্স মাহমুদ মিউজিক্যাল’ হবে যা আপনার পুরনো দিনের মিক্সড অ্যালবামগুলোর মতো।’ আসলে এরা হচ্ছে নব্বই দশকের বাচ্চা। ওদের মনের জায়গাজুড়ে রয়ে গেছি আমি। এজন্য ওদের ডাকে সাড়া দেওয়া। খুবই স্বল্প সময়ের মধ্যেই গানগুলো প্রস্তুত করেছি। সব গানই ভালোলাগার মতো করে তৈরি করা এবং হয়েছেও। আমি হিট নিয়ে চিন্তা করছি না; কিন্তু গানগুলো দিয়ে মানুষের ভালোলাগায় থাকতে চাই। নিশ্চিত করে বলতে পারি, চারটি গানই চার রকমের।
এ সিনেমায় নতুন-পুরনো শিল্পী রয়েছেন। তারা কেমন করেছেন?
গানগুলো যারা গেয়েছেন তারাও দারুণ এফোর্ট দিয়ে ভালো করার তাড়না থেকে চেষ্টা করেছেন।
‘জংলি’র গান ছাড়া সামনে নতুন কোন গান প্রস্তুত হচ্ছে?
সামনে হয়তো আসবে। তবে আপাতত জংলি নিয়েই থাকতে চাই।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন...
হুমম, ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’-গানের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার দিয়েছে সিজেএফবি। কিংবদন্তি কণ্ঠশিল্পী রফিকুল আলম এ পুরস্কারের স্মারকটি আমার হাতে তুলে দেন।
৩১ বছরের সংগীত ক্যারিয়ার। এর মধ্যে গত কয়েক বছরেই বেশকটি হিট গান উপহার দিয়েছেন। এসব সাফল্যে ভালোলাগা কেমন?
আসলে আমার তো প্রতি বছরই অ্যালবাম থাকে। আমি গান করার সময় খুবই কেয়ারফুল থাকি সময় অনুযায়ী গান করার, শ্রোতাদের কাছাকাছি পৌঁছানোর। চেষ্টা করি সময়োপযোগী করে গান তৈরি করার। এখানে একটু দায়িত্ব থাকে গানে মনঃসংযোগ করার। আমি মনে করি, সব গানই যে হিট হবে বা ভিউ হবে সেটা নয়; সেটা যেন আলোচনায় এবং দর্শকদের পছন্দের শীর্ষে থাকে সেটাই সর্বদা চাই। আমার আগের গানগুলোও কিন্তু দর্শকদের ভালোলাগায় ছিল বলেই এখনো সবাই গানগুলো নিয়ে বলে, লেখে। ৩১ বছর ধরে মানুষের ভিতরে আছি। এভাবে ভালোলাগাতেই থাকতে চাই।
এ সময়ের গানগুলো মানুষের কতটা মনের খোরাক জোগাচ্ছে?
গান যেটা ভালো হবে সেটা থাকবে। গান যেটা থাকার নয় সেটা থাকবে না। গান ভালো করতে হলে সেখানে একটু ধ্যানের প্রয়োজন আছে। সবকিছু বাদ দিয়ে গানেই একটু মনোনিবেশ করার দরকার আমার মনে হয়। তাহলেই গান ভালো হবে।
এত পেশা থাকতে সংগীতকে কেন বেছে নিয়েছেন?
গান ছাড়া তো আর কিছু পারি না। তাই গানকেই বেছে নিয়েছি। গানেই বাঁচি, গানেই বাঁচতে চাই।