দিনাজপুরের কাহারোলে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- কাহারোলের সুন্দরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের জামান ইসলাম, হেলাল উদ্দীন, সুবাশ চন্দ্র রায়, মিশু ইসলাম ও মেহেদুল ইসলাম।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ১২ মাইল এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে চেয়ারম্যানের লোকজন জামায়াতে ইসলামীর সাবেক ইউনিয়ন আমির শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে শফিকুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ২৪ জনের নামোল্লেখ ও ৬০ জনকে অজ্ঞাত আসামি করে কাহারোল থানায় মামলা করেন। হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান, জেলা জামায়াত আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক।