ফুয়াদ আল মুক্তাদির এবং তার ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস (এফএনএফ) তাদের ‘ডিসেম্বর ট্যুর’ শেষ করল একের পর এক চমকপ্রদ পারফরম্যান্স দিয়ে। পাবলিক শোর পাশাপাশি এ ট্যুরে ছিল বেশ কিছু প্রাইভেট ইভেন্ট। প্রায় দুই দশক ধরে ফুয়াদের হাত ধরে দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয়তা পেয়েছেন অনেক শিল্পী। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বরাবরই ফুয়াদের তাই নতুনদের সঙ্গেই কাজের ইচ্ছা। ডিসেম্বর ট্যুরের পর শ্রোতারাও নিশ্চয়ই পরবর্তী ট্যুরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকবেন।
সে সূত্রেই নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে ফুয়াদ বলেন, ‘ইয়াং আর্টিস্টদের নিয়ে কাজ করতে চাই। তাদের কাছ থেকে শিখতে চাই প্লাস তাদের হেল্প করতে চাই।
আশা করছি, প্রতি বছরই নতুন কিছু শিল্পী নিয়ে হাজির হব। শুধু দেশের নয়, প্রতি বছর কিছু কিছু নন রেসিডেন্ট বাংলাদেশি শিল্পীও শ্রোতাদের কাছে হাজির করতে চাই।’