দেশের ওপর বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমান্বয়ে বাড়ছে। অতীতের প্রতিটি সরকারের মতো বর্তমান সরকারও বাজেট ঘাটতি পূরণ ও উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নিয়েছে। গত এক বছরে নেওয়া বিদেশি ঋণ আহামরি কিছু নয়, তা শোধের সময়ও এখনো আসেনি। তবে বিগত সরকারগুলোর আমলে নেওয়া বিশাল আকারের ঋণের কিস্তি পরিশোধে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তী সরকার রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে এ চাপ আরও বাড়বে। এ ছাড়া আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর পর বাড়বে ঋণের সুদহারও। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচিত নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে। ফলে বিদেশি ঋণ পরিশোধের চ্যালেঞ্জ বাড়বে নির্বাচিত নতুন সরকারের ঘাড়েও। বিগত সরকার গত ১৫ বছরে অনেক অপ্রয়োজনীয় খাতেও ঋণ নিয়েছে। অনেক প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে এসব ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের চাপ সৃষ্টি করছে দেশের অর্থনীতির ওপর। বিদায়ি অর্থবছরে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে প্রায় ৪০৯ কোটি ডলার শোধ করেছে বাংলাদেশ। এটি এযাবৎকালের রেকর্ড। এর আগে কখনো এত ঋণ শোধ করা হয়নি। ২০২৩-২৪ অর্থবছরে ৩৩৭ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল তৎকালীন সরকার। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে বৈদেশিক ঋণ নেওয়া হয় দ্রুত উন্নয়নের লক্ষ্যে। দেশবাসীর ভাগ্য পরিবর্তনেও যা অবদান রাখে। এযাবৎকাল সবচেয়ে বেশি বিদেশি ঋণ নেওয়া হয়েছে বিগত সরকারের পৌনে ১৬ বছরে। একই সঙ্গে স্বীকার করতে হবে এ সময়ে দৃষ্টিগ্রাহ্য উন্নয়নও হয়েছে। পৃথিবীর সবচেয়ে হতদরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পা রাখা এবং বিশ্বের ৩৪তম অর্থনীতিতে পরিণত হওয়ার পেছনে বিদেশি ঋণের ভূমিকা অনস্বীকার্য। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, করোনাকাল পর্যন্ত বাংলাদেশের অথনীতি দ্রুতগতিতে এগোলেও তারপর থেকে বিশ্ব মন্দাসহ নানা কারলে শ্লথ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের পরও এ ক্ষেত্রে গতি ফিরে আসেনি। অর্থনীতিতে গতি ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এ নিয়ে বিব্রতকর অবস্থার উদ্ভব ঘটবে, যা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- সাগরে আবার লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি
- স্বর্ণের স্মারক মুদ্রার দাম বেড়ে ১ লাখ ৭০ হাজার টাকা
- ডাকসু : কেন এমন হলো
- উদ্বেগ-উৎকণ্ঠা থেকে বাঁচার আমল
- ৬ লাখ কোটিতে ঠেকতে পারে খেলাপি ঋণ
- স্নাতক ডিগ্রিধারী ২৯% তরুণ বেকার, বেশি ঢাকা বিভাগে
- শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব : জাকসু নির্বাচন কমিশন
- বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- একটি ইলিশ বিক্রি ৮ হাজার ৭৫০ টাকায়
- স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে মাদক কারবার: গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি?
- জবি ক্যাম্পাস সংলগ্ন অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশ
- পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
- বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- নজরুলের স্মরণে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার
- স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বনজ সম্পদের চাপ কমানো সম্ভব: পরিবেশ উপদেষ্টা
- জাফলংয়ে নিখোঁজ পর্যটকের সন্ধান এখনো মেলেনি
- ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ
- সন্ধান মিলছে না নিখোঁজ ব্যাংকারের
- কেএমপির আট থানার ওসি বদল
বিদেশি ঋণ পরিশোধ
সক্ষমতা গড়ে তুলতে পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর