অনেক দূরের এক রাজ্যে ছিল এক স্বপ্নময় দেশ- নাম ‘আলোকপুর’। সেই দেশে রাত নামে না, গাছের ডালে ঝুলে থাকে রঙিন লজেন্স, নদীর পানি হালকা মিষ্টি, আর শিশুরা প্রতিদিন উড়তে শেখে।
এ রাজ্যের রানির নাম অলিভিয়া। সবার প্রিয় রানি তিনি, কিন্তু তার একটি অভাব ছিল- তিনি কখনো সন্তানের মুখ দেখেননি।
একদিন সন্ধ্যায়, রানিমা প্রাসাদের পেছনের বনে হাঁটতে বের হন। হঠাৎ এক ঝলমলে রঙের পাখি তার সামনে এসে বলে, ‘রানিমা, যদি আপনি আমাকে মায়ের মতো ভালোবাসেন, আমি হয়ে যাব আপনার ছেলে।’
রানি বিস্মিত হন, তারপর পাখিটিকে বুকে জড়িয়ে ধরেন।
পরদিন সকালে দেখা যায়, রানির কোলজুড়ে ঘুমোচ্ছে এক আশ্চর্য শিশু- পিঠে দুটো ছোট্ট রঙিন ডানা, চোখে আলো। শিশুটির নাম রাখা হয় ড্যানো।
ড্যানো হাসলে চারপাশ ঝলমল করে, সে উড়তে পারে, পাখিদের সঙ্গে কথা বলতে পারে। সবাই তাকে ভালোবাসে। কিন্তু কিছু মন্ত্রী ফিসফিস করে, ‘সে তো মানুষের মতো নয়, রাজা হওয়ার যোগ্য কি?’
একদিন ড্যানো শুনে ফেলে এই কথা। সে বাগানে গিয়ে বসে কাঁদে। তার চোখের অশ্রু মাটিতে পড়তেই ফুটে ওঠে এক সুবর্ণ ফুল।
ঠিক সেই রাতেই রাজ্যে নামে ভয়ংকর অন্ধকার। ছায়াপুর থেকে আসে দানব রাজ ঘোরান্ধ। সে ঘোষণা দেয়, ‘এ রাজ্যের সব আলো আমি নিয়ে যাব!’
আলোকপুরের সেনারা পরাজিত হয়। ড্যানো তখন বলে, ‘আমি চেষ্টা করব মা। আলো রক্ষা করা আমার দায়িত্ব।’
রানিমা বলেন, ‘কিন্তু তুমি তো এখনো শিশু!’
ড্যানো হেসে বলে, ‘আলো ছোট-বড় দেখে না, মা।’
ড্যানো একাই ছুটে যায় ছায়াপুরে। দেখে, অন্ধকারে আটকে আছে রাজ্যের সব আলো। ঘোরান্ধ দাঁড়িয়ে আছে পাহারায়।
ড্যানো বলে, ‘আমার ভিতরের আলো তুমি কখনো নিভাতে পারবে না।’
সে ডানা ঝাপটায়- রঙিন রশ্মি ছড়িয়ে পড়ে। ঘোরান্ধ ব্যথায় ছটফট করতে থাকে। ঠিক তখনই ঘটে চমকপ্রদ ঘটনা- তার মুখোশ খুলে যায়।
ঘোরান্ধ আর কেউ নয়, সে ছিল এক সময়ের আলোকপুরের বিজ্ঞানী ডক্টর লুক্স। একসময় আলো নিয়ে পরীক্ষা করতে গিয়ে নিজেই হারিয়ে যান অন্ধকারে।
ড্যানো এগিয়ে গিয়ে বলে, ‘তুমি এখনো ফিরে আসতে পার। আলো কাউকে ফেলে দেয় না।’
তার চোখ থেকে গড়িয়ে পড়ে একটি অশ্রুবিন্দু- সেই অশ্রু মাটিতে পড়ে সুবর্ণ ফুল হয়ে ফোটে, যার আলোয় ডক্টর লুক্স আবার মানুষ হয়ে ওঠেন।
ড্যানো ফিরে আসে রাজ্যে। সবাই তাকে ঘিরে আনন্দে চিৎকার করে, ‘জয় হোক রঙিন ডানার রাজপুত্রের!’
রানিমা বলেন, ‘তুমি শুধু আমার ছেলে না, তুমি সবার আশা।’
রাজ্যের প্রাচীন মন্ত্রীর ঘোষণা, ‘আজ থেকে রাজা হবে সেই, যার হৃদয়ে আলো থাকে।’
আলোকপুরে রাত এখনো নামে না, কিন্তু সবাই জানে- আলো শুধু সূর্য দেয় না, আলো জন্ম নেয় সাহস, ক্ষমা আর ভালোবাসার ভিতর থেকে।