ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় সজল (৪৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুর এলাকায় ঢাকাগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় মারা যান পিকআপ চালক সজল।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ ও পিকআপটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/নাজিম