খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নৃত্য ও উৎসবমুখর জলকেলির মধ্য দিয়ে পালিত হলো মারমা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব ‘সাংগ্রাই’।
সোমবার (১৪ এপ্রিল) সকালে খাগড়াছড়ি শহরের বটমূল থেকে শুরু হয় শোভাযাত্রা, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন মারমা তরুণ-তরুণীরা, যারা রঙিন ও ঐতিহ্যবাহী পোশাক, গয়না ও অলংকার পরে নিজেদের সাংস্কৃতিক পরিচয়ে তুলে ধরেন। শোভাযাত্রা শেষে শুরু হয় জলকেলি উৎসব, যেখানে উচ্ছ্বাসে ভাসে পুরো পরিবেশ।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে মারমা শিল্পীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী নৃত্য ও গান, যা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। নাচ ও গানের তালে তালে তরুণ-তরুণীরা অংশ নেন জল খেলায়। উৎসবে শুধু পাহাড়ি জনগোষ্ঠী নয়, সমতলের নারী-পুরুষও অংশ নিয়ে সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করেন।
সাংগ্রাই উৎসবের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান মারমা জনগোষ্ঠী। এই উৎসব পাহাড়ি সংস্কৃতির বহুমাত্রিক রূপকে তুলে ধরে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিডি প্রতিদিন/মুসা