দিনাজপুরের খানসামায় মাদক সেবন করতে গিয়ে পুলিশের হাতে গাঁজা ও বাংলা মদসহ দুই যুবক আটক হয়। আটককৃত মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার।
সাজাপ্রাপ্ত দুজন হলেন, খানসামা উপজেলার সূর্বণখুলী সাবুদের হাট এলাকার মৃত হাচান আলীর ছেলে গোলাপ হাওলাদার (৩৫) ও নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা দোলাবাড়ি এলাকার আজিজার রহমানের ছেলে আব্দুর রহিম (২৮)। তাঁরা দুজনে উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খানসামার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকা থেকে তাদের আটক করে পুলিশের টহল টিম। এ সময় তাদের সাথে থাকা এক বোতল বাংলা মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বলেন, মাদকরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তারই অংশ হিসেবে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই মাদকসেবীকে বুধবার সকালে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ