বরিশালের উজিরপুরে বাসের চাপায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে আটটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার এসআই মামুন গাজী জানিয়েছেন। নিহত অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৬০ বছর।
এসআই মামুন গাজী বলেন, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সাকুরা পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার চেষ্টা করা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চাপা দেয়। পরে বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ব্যবস্থা নেওয়ার জন্য গৌরনদী মহাসড়ক থানার পুলিশ নিয়ে গেছে।
ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ঘাতক বাসের সন্ধান চলছে, বলেন এসআই মামুন।
বিডি প্রতিদিন/আশিক