বরিশালের আগৈলঝাড়ায় দুই শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রবিবার ধর্ষককে আটক করে গণধোলাই দেয়া হয় বলে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানিয়েছে।
আটক আব্দুর রহমান (৩৮) উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কালাম মিয়ার ছেলে।
ওসি অলিউল ইসলাম বলেন, গত ২৪ মার্চ ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষন করে। বিষয়টি পরিবার গোপন রাখে। কিন্তু এরপর ২৮ মার্চ সাত বছর বয়সী আরো একটি শিশুকে ধর্ষন চেষ্টা করে। তখন বিষয়টি প্রকাশ হলে আব্দুর রহমান কোটালীপাড়া পালিয়ে যায়। রোববার বাড়িতে ফিরে আসে। এলাকাবাসী টের পেয়ে বেলা ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাকে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে তারা গিয়ে উদ্ধার করেছেন।
ওসি বলেন, দুই শিশুকেও হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
বিডি প্রতিদিন/এএম