বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহসান হাবীবকে হারিয়ে এবারের ঈদ বিষণ্নতায় কাটছে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী হেলাল উদ্দিনের পরিবারে। পরিবারের বড় ভরসা ছিল আহসান। লেখাপড়ার পাশাপাশি কক্সবাজারে চাকরি করে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি।
গত ১৮ জুলাই পুলিশের গুলিতে আহসান নিহত হন। তার স্বপ্ন ছিল সরকারি চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটানো, কিন্তু সেই স্বপ্ন অকালেই শেষ হয়ে গেছে।
শহীদ আহসানের বাবা হেলাল উদ্দিন বলেন, "প্রশাসনের পক্ষ থেকে উপহার পেলেও ছেলেকে তো আর ফিরে পাব না।" আহসানের ভাই রায়হান ও বোন মাছুমা জান্নাত জানান, ভাইয়ের পাঠানো টাকায় সংসার চলত। এবার ঈদে আনন্দের পরিবর্তে কেবল শূন্যতা।
কক্সবাজার জেলা প্রশাসন সম্প্রতি আহসানের পরিবারের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়ীপত্র ও ঈদ উপহার তুলে দিয়েছে। তবে এই সহায়তাও পরিবারের অপূরণীয় ক্ষতি ভুলিয়ে দিতে পারছে না।
বিডি প্রতিদিন/আশিক