বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহর পরিবারের নিকট ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ। শহীদ আব্দু্ল্লার বাবা আব্দুল জব্বার এবং তার মা ঈদ সামগ্রী গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নাসিম জামান রিফাত, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।