ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বিকেলে স্থানীয় জর্জ একাডেমী মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজনে ইফতার মাহফিলে পৌর বিএনপি'র সভাপতি আফসার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপি নেতা মাহাবুদ্দন আহমেদ সতেজ প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করা হয়। দোয়া ও ইফতার অনুষ্ঠানে কয়েক হাজার নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এর আগে বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে এ র্যালীতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম