কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার ভোরে টাউন হল মাঠ শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্ম^রণে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার কার্যালয়, কুমিল্লা রিজিওন হাইওয়ে পুলিশ, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, কেন্দ্রীয় কারাগার, সিটি করপোরেশন, টুরিস্ট পুলিশ, জেলা শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, রাজনৈতিক নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ। আজ বুধবার ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করছি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, পুলিশ সুপার মোহাম্মাদ নজির আহমেদ খাঁন, কুমিল্লা হাইওয়ে রিজিওয়নের পুলিশ সুপার খায়রুল আলম, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আইউব মাহমুদ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এএম