সদ্য প্রয়াত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার আসরবাদ শহরের মালসাপাড়া কবরস্থান মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, নূর কায়েম সবুজ, রাশেদুল হাসান রঞ্জন, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মী, মাদ্রাসা ছাত্র ও মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়ার পূর্ব আলোচনায় টুকু বলেন, মির্জা আব্দুল জব্বার বাবু জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক ছিলেন। বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম করে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকেছেন, কখনো পিছপা হননি। তার মতো একজন সৎ, যোগ্য ও নিরহংকার সৈনিককে হারিয়ে সিরাজগঞ্জে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
আলোচনা শেষে মির্জা আব্দুল জব্বার বাবুর বিদেহী আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এরপর প্রায় সহস্রাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার ভোররাতে ঢাকার স্কয়ার হাসপাতালে মির্জা আব্দুল জব্বার বাবু ইন্তেকাল করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল