একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, চব্বিশ আমাদের হাতে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছে। এইবার যদি আমরা গড়তে না পারি, তাহলে এই গণঅভ্যুত্থান অতীতের বিপ্লবের মতো ব্যর্থ হবে।
বুধবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানে আহত-নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদানের আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না। একাত্তর আমাদের স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে কোনোভাবেই অন্য কোনো বিপ্লব বা আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না। একাত্তরের শহীদরা আমাদের পথ দেখিয়েছিলেন বলেই পরবর্তীতে আমরা অন্যান্য আন্দোলন করার সাহস পেয়েছি।
তিনি বলেন, চব্বিশে আমরা সর্বশেষ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াই সবে মাত্র শুরু হয়েছে। হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ তন্ত্র এখনো শেষ হয়নি। এখনো সচিবালয়, পুলিশ, র্যাব, বিজিবিসহ সকল বাহিনীতে আওয়ামী লীগের প্রেত্মাতারা রয়েছে। আমাদের লড়াই তখনই শেষ হবে, যখন আমরা আওয়ামী লীগের সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে ফেলতে পারব।
বিডিপ্রতিদিন/কবিরুল