বগুড়ায় জাতীয় ফেডারেশন এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের ইয়াকুবিয়া মোড়ের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাবতলী-শাজাহানপুর নির্বাচনী এলাকার জামায়াত সমর্থিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মালিক-শ্রমিকের মধ্যে বন্ধুত্বের জন্ম না হলে শিল্পের উন্নয়ন হবে না। পণ্য উৎপাদন বাড়াতে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। এজন্য মালিক-শ্রমিকের বন্ধুত্ব অত্যন্ত জরুরি।
এ সময় আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আজগর আলী, সংগঠনের জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, সাবেক জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, শহর শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হোসাইন মো. আকাশ প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল