সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল,কুড়িগ্রাম প্রেস ক্লাব,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুলেল শুভেচ্ছা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে,দিবস উপলক্ষে সাড়ে ১১টায় কুড়িগ্রাম পৌর অডিটরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো: নিজাম উদ্দিন,প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ। অপরদিকে, দিবসটি সফল করতে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে খেলাধুলা, রচনা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকল হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের ইফতার ও খাবার পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/এএম