কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরাতন স্টেডিয়ামে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এছাড়া সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সোয়া ৬টায় গুরুদয়াল সরকারি কলেজে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, র্যাব, আনসার-ভিডিপি, জেলা বিএনপি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ, জেলা সিপিবি, উদীচী শিল্পী গোষ্ঠী, বিভিন্ন ছাত্র সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এসব কর্মসূচিতে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। তারা মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিডি প্রতিদিন/এএম