যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মুন্সিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে পৌরসভা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলায় শুরু হয় ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি।
পরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সেখানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টার দিকে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ। এসময় সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ