রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলতাফ শাহ (৫২) হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৫ এর একটি দল।
গ্রেফতার দুইজন হলেন, মোহনপুরের ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মো. রাসেল (২৪)। তারা নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই। গত ১৬ মার্চ সকালে মোহনপুরের তুলশিক্ষেত্র বিলের একটি ডোবায় নিহত আলতাফের লাশ পাওয়া যায়।
এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১০ মার্চ আলতাফের জমিতে মগজ সাদৃশ মাংস এবং জমি থেকে কিছুটা দূরে ফোটা ফোটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয়দিন পর প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় কৃষক আলতাফের মাথা থেতলানো লাশ পাওয়া যায়।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গ্রেফতার শরিফুল ও রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের সঙ্গে আলতাফের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন কথা কাটাকাটির একপর্যায়ে তাকে হত্যা করা হয়। গ্রেফতার দুই আসামিকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/এএ