নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এর আগে সকালে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী চাচা রেজাউল করিম (৫৮) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। রেজাউল করিম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
শিশুটির বাবা বলেন, আমার ২ বছরের মেয়েটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় আমি ব্যবসার কাজে বাহিরে যাই এবং তার মা সাংসারিক কাজে ঘরের ভিতরে ব্যস্ত ছিল। ধর্ষক রেজাউল করিম বাড়ির পাশে দোকানদারি করে। এ সময় রেজাউল করিম মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে তার চা-বিস্কুটের দোকানের ভিতরে নিয়ে যায়। ঘটনার সময় পাশের এক মহিলা দোকানে কিছু কিনতে আসলে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং জানতে চাইলে দোকানের ভেতর থেকে রেজাউল করিম বাচ্চাটাকে পিছনের দরজা দিয়ে বের করে দেয়। পরে বাবা মা উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, দুই বছরের শিশুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় রেজাউল করিমকে আটক করা হয়েছে। সেই সাথে এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম