রংপুর র্যব-১৩, এবং বগুড়া র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়ার ধুনট উপজেলা হতে রংপুরের মিঠাপুকুর উপজেলার চাঞ্চল্যকর মোকতারুল হত্যা মামলার প্রধান আসামি মো. খোরশেদ আলমকে গ্রেফতার করেছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান।
র্যাব জানায় গত বছরের ৯ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে আসামী মোঃ খোরশেদ আলম (৩৬) টাকা পয়সা লেনদেনের জামেলার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মোকতারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গলায়, ঘাড়ে, মাথায়, পিঠে, বুকে, নাভির ডান পাশে এবং কপালেসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা মোছাঃ কল্পনা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব-১৩, রংপুর, এবং র্যাব-১২, বগুড়া ক্যাম্পের নজরে আসে। এরই ধারাবাহিকতায় ২৫ মাচ ভোর রাতে ধুনট উপজেলার চৌকিবারি এলাকা থেকে আসামি মো. খোরশেদ আলম (৩৬ কে গ্রেফতার করে। গ্রেফতার খোরশেদ আলম মিঠাপুকুর উপঝেলার অভিরাম নুরপুর এলাকার মৃত ওসমান গনির ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম