রংপুর র্যাব-১৩ এর একটি দল দিনাজপুর জেলার খানসামা উপজেলায় অভিযান চালিয়ে রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান।
র্যাব জানায়, বাদীর দায়েরকৃত এজাহার অনুযায়ী আসামী জয় চন্দ্র বর্মন (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকার সাথে প্রেম-ভালোবাসার সম্পর্ক স্থাপন করে। গত বছরের ৬ নভেম্বর রাত ১১ টার দিকে মিঠাপুকুরের চিথলী মধ্যপাড়া নামক স্থানে ভিকটিমকে আসতে বলে। ভিকটিম এলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা করেন।
বিষয়টি র্যাব-১৩ এর নজরে আসে। আসামি গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান দিনাজপুর জেলার খানসামা থানা এলাকায় নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ বিকেলে আসামি জয় চন্দ্র বর্মন (২৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম