পাহাড়ে বন্যহাতির আক্রমণে এক গরুর বাছুরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১০টার দিকে রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে ১০ নং টিলায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে ১০ নং টিলায় পাহাড়ে জঙ্গলের লতাপাতা খাওয়ানোর জন্য বাছুরসহ গরু ছেড়ে আসে স্থানীয় মো. নাছির উদ্দীন। হঠাৎ ওই এলাকায় ১০টি বন্যহাতির একটি পাল এসে হাজির হয়। হাতির পালটি গরু ও তার বাছুরকে তাড়া করে। মা গরুটি পালিয়ে প্রাণ রক্ষা করলেও বাছুরকে পায়ে পিষ্ট করে ও সুঁর দিয়ে বাছরিয়ে মেরে ফেলে বন্যহাতিগুলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। পরে মৃত্যু গরুর বাছুরটাকে উদ্যোর করে মাটি চাপা দেওয়া হয়।
রাঙামাটি উত্তর বন বিভাগের হাতি সুরক্ষা দলের সদস্য মো. লিটন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। হাতির পাল চলে গেছে ওই এলাকা থেকে। কিন্তু গরুর বাছুরটাকে মর্মান্তিকভাবে পিষ্ট করে মেরেছে। একটা পা শরীর থেকে আলাদা করে দিয়েছে। যার গরু সে আসলে দরিদ্র এবং অসহায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. নাছির উদ্দীন। আমার একটা গরু। একটা বাছুর। এদের নিয়ে সংসার। কিন্তু বন্যহাতি সেটাকেও মেরে ফেলেছে। এছাড়া লাখ লাখ টাকার তরমুজ বাগানও নষ্ট করে দিয়েছে। তবুও আমরা কোন দিন হাতির ক্ষতি করিনি। কিন্তু সহায়তা না পেলে সংসার চলা কষ্টকর হয়ে যাবে।
উল্লেখ্য, রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি ইউনিয়নে গেলো দু’বছরে ২ জন মানুষ ও গরু ছাগলের মৃত্যুসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত করেছে বন্যহাতির দল। কিন্তু হাতি ধারা ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি বন্যহাতি সুরাক্ষায় কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগ। গঠন করা হয়েছে বন্যহাতি সুরক্ষা দল।
বিডি প্রতিদিন/এএ