ফেনীর পরশুরাম বাজারের ১০ মাংস ও মাছ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সোমবার(২৩ মার্চ) দুপুরে বাজারে অভিযান পরিচালনা করে নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ৭ জন মাছ বিক্রেতা ও ৩ জন মাংস বিক্রেতাকে এসব দণ্ড দেন তিনি।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতাল মোড়ের মাংস বিক্রেতা গোলাপ মিয়াকে ৫ হাজার, কাঁচাবাজারের নাছির উদ্দিনকে ১০ হাজার ও শহিদুল ইসলাম ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন, গণেশ বণিক, ছুট্টু মিয়া, শিপন, আশিস, মোতালেব ও মোহন দাসসহ প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ