ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ মার্চ) রাতে এই নৃশংস ঘটনা ঘটে।
পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শনিবার এক সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা এই অভিযোগ তোলেন।
নিহত যুবকের নাম লিটন (৪২)। তিনি একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হাজু মেম্বারের বাড়ির আবু তাহেরের ছেলে। লিটন প্রায় ১৮ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে চট্টগ্রামের ভাড়াবাসায় বসবাস করছিলেন।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী বলেন, "চট্টগ্রাম থেকে আমার স্বামীকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্থানীয় যুবলীগ নেতা গোলাম মাওলা মিস্টার। পরে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চোর অপবাদ দিয়ে গণপিটুনি বলে প্রচার করা হয়। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।"
এই বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান জানান, "পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে।
বিডি প্রতিদিন/আশিক