কক্সবাজারের কুতুবদিয়া উপকূলবর্তী সাগরে ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে ভাসমান ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার বিকালে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১৬ মার্চ বিকালে বাঁশখালী উপকূল থেকে আট জেলেকে নিয়ে এমভি মালেক শাহ নামের ট্রলারটি সাগরে মাছ ধরতে রওনা দেয়। ওইদিন রাত ৯টার দিকে ট্রলারটির ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে। একপর্যায়ে ট্রলারটি সাগরের মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে চলে যায়। এরপর থেকে ট্রলারে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শুক্রবার রাতে দীর্ঘ ছয় দিন নিখোঁজ থাকার পর ট্রলারটি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগরে পৌঁছালে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে ট্রলারের জেলেরা তাদের বিপদের কথা জানিয়ে কোস্টগার্ডকে ফোন করেন।
খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করে। কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা জানান, শনিবার দুপুরে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক