যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার দারিয়াপুর বন্দরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের সড়ক প্রদক্ষিণ শেষে ওইখানেই এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দারিয়াপুর অঞ্চল শাখার সংগঠক ধনঞ্জয় কুমার নীহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, কামরুল হাসান বসুনিয়া, মোখলেছুর রহমান, কল্লোল কুমার বর্মন, তাসিফ আহমেদ, জিহাদ হোসেন প্রমূখ।
বক্তারা ‘ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব ও নির্যাতন বন্ধের দাবি জানান। সেই সাথে যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিদের প্রতি মানবিক সহায়তার আহবান জানান। শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী 'বেনিয়ামিন নেতানিয়াহু'র কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিডি প্রতিদিন/এএম