মুন্সিগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে দর্পনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সিগঞ্জ পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০শে রমজান রোজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মুন্সিগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের সঞ্চালনায় এবং পৌরসভা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রধান আলোচক ছিলেন - মো. খিদির আব্দুস সালাম, সভাপতি মুন্সিগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন এইচ এম শাহজাহান সহকারী অঞ্চল পরিচালক ঢাকা, ডা. মোহাম্মদ সুজন শরীফ কনসালটেন্ট অরোরা স্পেশালাইস্ট হসপিটাল ঢাকা, মো. মজিবুর রহমান সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা।
বিডি প্রতিদিন/আশিক