'ফেনীর জয়, বিশ্বজয়' এই স্লোগানকে প্রাধান্য দিয়ে ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি রেস্টুরেন্টে ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুন উর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনটির যুগ্ম সম্পাদক কাওসার উল হাসান চৌধুরী মুন্নার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, কবি ইকবাল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, মুক্তিযোদ্ধা মঞ্জুর তাজিম, সংগঠক ইমন উল হক, শিক্ষক জাকারিয়া ফারুক, কবি সাইফ উদ্দিন শাহিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের দায়িত্বশীল অজিত বরণ দাশ, আনোয়ার হোসেন ভূঁইয়া, জিয়াউল হক টিটুসহ অনেকে।
ইফতারের পূর্বে কেক কাটা এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/আশিক