যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এসময় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি ও ব্যবস্থা নিতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শহরের স্টেশন মসজিদ থেকে মিছিল বের করা হয়। এতে ছাত্রশিবিরের জেলা শাখার বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দাস বেকারী মোড়ে সমাবেশে মিলিত হয়।
ছাত্রশিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মোঃ ফয়সাল কবির রানা, জেলার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি ওবায়দুল হক, বর্তমান জেলা সেক্রেটারি শাওন হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।
বিডি প্রতিদিন/এএম