বরগুনার বেতাগীর এক বাড়িতে বুধবার গভীর রাতে এক কিশোরীকে ঘর থেকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। কিশোরীর সৎ মা বৃহস্পতিবার সন্ধ্যায় বেতাগী থানায় কবির (৩২), তার স্ত্রী রাবেয়া (৪০) এবং প্রতিবেশী ইমাম হোসেন গাজী (৩২)-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "কিশোরীকে যৌন হয়রানির সাথে জড়িত প্রধান আসামি কবিরের স্ত্রী রাবেয়া ও অপর সহযোগী ইমাম হোসেন গাজীকে বুধবার গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি কবির সিকদার এখনো পলাতক।"
কিশোরী জানায়, তার বাবা নেই এবং সে চাচাতো ভাইয়ের বাড়িতে থাকে। বুধবার রাত আনুমানিক ২টার দিকে কবির কান্নাজড়িত কণ্ঠে তাকে বলে, "আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, একটু তার সাথে ঘরে যেতে হবে।" সরল বিশ্বাসে কবিরের সাথে ঘরে গেলে কবির ঘরের দরজা আটকে দিয়ে তার স্ত্রীর সহযোগিতায় ধর্ষণের চেষ্টা করে। কিশোরী আরও বলে, "কবিরের উদ্দেশ্য ছিল আমাকে ধর্ষণ করা।"
বিডি প্রতিদিন/আশিক