গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২টি স্বর্ণের দোকান। আজ বৃহস্পতিবার ভোরে শহরের স্বর্ণপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, শহরের স্বর্ণপট্টির শাহজাহান মুন্সির আল মদিনা জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের অসিত বিশ্বাসের মা তারা জুয়েলার্সে আগুন লেগে যায়। এতে স্বর্ণের দোকান দুইটি পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ