নেত্রকোনার দুর্গাপুরে গরুর খামারে জয়নাল মিয়া (৬৫) নামের পাহারাদারকে হত্যা করে খামরের সাত গরু নিয়ে যাওয়ার ঘটনায় দুলন মিয়া নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল-ইমরানুল আলম।
তিনি আরও জানান, বিকালে দুলন মিয়াকে জেলা দায়রা জজ আদালতে তোলা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেন। এই ঘটনার সাথে আরো বেশ কয়েকজন জড়িত থাকার সত্যতাও পাওয়া গেছে। এর আগে রবিবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ৬ মার্চ উপজেলার গোদারিয়া চৌরাস্থা এলাকায় একটি খামারের পাহারাদার জয়নাল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই সাথে খামরের ১১টি গরুর মধ্যে ৭টি গরু ডাকাতি করে নিয়ে যায়।
এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে জালাল উদ্দীন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামনগর এলাকায় অভিযান চালিয়ে দুলন মিয়াকে আটক করে পুলিশ।
দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল-ইমরানুল আলম জানান, এই ঘটনার সাথে সম্পৃক্ত দুলন মিয়াকে আটক করেছি। আরও বেশ কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত