ফটিকছড়িতে মাছ চাষ প্রকল্পের কথা বলে কৃষিজমির মাটি বিক্রি করায় মো. ইয়াকুব (৩৫) ও মো. শাহাদাত হোসেন (৩২) নামের দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার রোসাংগিরি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।
জানা যায়, কৃষিজমির মাটি বাণিজ্যিকভাবে বিক্রির খবর পেয়ে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় দুটি ড্রাম ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের সরকারি নির্দেশ অমান্য করে বাণিজ্যিকভাবে মাটি বিক্রির দায়ে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ট্রাক দুটি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের কার্যকলাপ বন্ধ করবো।
বিডি প্রতিদিন/আশিক