ফেনীতে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা উল্টে চালকসহ ৪ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, লস্কলরহাট ইউনিয়নের মধ্যম লক্ষিপুর গ্রামের আলমগীরের ছেলে লেগুনা গাড়ীর চালক আনোয়ার হোসেন (২২), পূর্ব সিলোনীয়া গ্রামের সন্তোষ কুমার পালের ছেলে উত্তম কুমার পাল (৫৩), লেমুয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের মাহবুবুল হকের ছেলে নিশাত (১৯), ছনুয়া ইউনিয়নের মৃত মমতাজ মিয়ার ছেলে আহমেদ করিম (৬৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কসকা টু ফেনী লেগুনা পরিবহনের একটি গাড়ী দুপুরে ফেনীর উদ্দেশ্যে আসার পথে হাফেজি মাদরাসার সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপরে উঠে যায়। এতে গাড়ীতে থাকা যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।
লেগুনার যাত্রী আহত নিশাত বলেন, বাড়ি থেকে ফেনী যাচ্ছিলাম। হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। গাড়ীর ভিতরে থাকা যাত্রীরা এদিক সেদিক পড়ে গিয়ে আহত হন।
জরুরি বিভাগের চিকিৎসক মো. রায়হান উদ্দিন বলেন, আহতদের একজন চোখে ও মুখে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় আহতদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত লেগুনা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ