জিগজাগ ইটভাটায় হয়রানি ও মোবাইল কোর্ট বন্ধসহ ৭ দফা দাবিতে মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে মির্জাপুর উপজেলার প্রত্যেক ইটভাটা থেকে মালিক-কর্মচারী ও শত শত শ্রমিক সদরের মির্জাপুর মিনি স্টেডিয়ামে জমায়েত হতে থাকে। বেলা ১২টার দিকে বিভিন্ন ইটভাটার মালিকসহ দুই সহস্রাধিক শ্রমিক-কর্মচারী বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন।
উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আমানউল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ভাটা মালিক ছানোয়ার হোসেন, জুলহাস মিয়া প্রমুখ।
ফিরোজ হায়দার খান তার বক্তৃতায় বলেন, সারা দেশের সাড়ে ৮ হাজার ইটভাটায় ৫০ লক্ষের বেশি শ্রমিক কাজ করছে। একটি চক্র এই শ্রমিকদের পথে বসাতে চক্রান্ত করছে। চক্রান্তকারীরা তাদের চক্রান্তের মাধ্যমে ইটভাটা মালিক শ্রমিকদের সরকারের মুখোমুখী করার চেষ্টা করছে।
তিনি বলেন, আমাদের ন্যায্য দাবি না মানলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। লক্ষ লক্ষ শ্রমিকদের সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের উচিৎ জবাব দেওয়া হবে।
সমাবেশ শেষে সাত দফা দাবিতে ইট প্রস্তুতকাী মালিক সমিতির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের হাতে তুলে দেন।
বিডি প্রতিদিন/এমআই